এবার নিয়ে এলাম অসাধারণ একটি Trick যার মাধ্যমে আপনি 9-99 ঘরের নামতা খুব সহজেই মনে রাখতে পারবেন…..

namata trick এর ছবির ফলাফল




কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটা trick নিয়ে এসেছি ।

এই trick টি হলো 9-99 ঘরের নামতা।               
আমাদের মধ্য অনেকেই আছে যে 29 এর ঘরের নামতা বলতে পারে না আর এটাই স্বাভাবিক।কার একজন মানুষের জন্য এতোগুলা নামতা মনে রাখা কঠিন বিষয়।আজকে আমি আপনাদের এমোন একটি Trick শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনি খুব সহজেই 9-99 ঘরের নামতা মনে রাখতে পারবেন।

আসুন সেই টেকনিট টি শিখে নেওয়া যাক :


9 এর ঘরের নামতা কিভাবে মনে রাখবেন প্রথমে ছোট দিয়ে শুরু করলাম।
1) প্রথমে 0-9 পযন্ত খাতায় লেখবেন তারপর আবার উল্টা পাশ থেকে 0-9 পযন্ত লেখবেন তারপর দেখুন 9এর ঘরের নামতা হয়ে গেছে। 2) 11 এর ঘরের নামতা :এখানে 11 হলো 2অঙ্ক বৈশিষ্ট একটি সংখ্যা যার একক এর স্থানে আছে 1,আর দশক এর স্থানেও আছে 1।সেজন্য আমরা প্রথমে ডানপশের 1এর নামতা লিখব আর বাম পাশেই 1 এর ঘরের নামতা লিখব। তারপর দেখুন 11এর ঘরের নামতা হয়ে গেছে।এভাবেই আপনি সব ঘরের নামতা বের করতে পারবেন
  1. 3) 13 ঘরের নামতা :

    প্রথমে 1 এর ঘরের নামতা লেখুন তার পর 3 দিয়ে শুরু করবেন তারপর 3+ যোগ করতে থাকবেন 30 পযন্ত।যদি ডান দিকের সংখ্যা 2 অঙ্ক বৈশিষ্ট হয় তাহলে দশম এর অংকটা বাম দিকের সংখ্যার সাথে যোগ করতে হয় তাহলেই আপনি 13 এর নামাতা পেয়ে যাবেন
    29) 29 এর ঘরের নামতা :
    এখানে 2এর পর আছে 3তাই প্রথমে 2বসাব তারপর (2+3=5) যোগ করে করে বসাব 29 পযন্ত লেখবেন ব্যাস আপনার কাজ হয়ে গেল 29 এর ঘরের নামতা।
  2. আশা করি সবাই বুঝতে পেরেছেন।আজ এ পযন্তই।সবাই ভাল থাকবেন সুস্ত থাকবেন আর এর সাথেই থাকবেন

Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name http://look4bd.blogspot.com/.
Newer Posts Newer Posts

Comments

Post a Comment